মোতেরায় চলছে বর্ডার-গাভাস্কার ট্রফির ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট। বৃহস্পতিবার সেই ম্যাচ শুরুর আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার হাতে বিশেষ টেস্ট ক্যাপ তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথের হাতে টুপি তুলে দেন সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজও। এরপর তাঁকে নিয়ে মোদী বিশেষভাবে সজ্জিত একটি গলফ কার্টে চেপে স্টেডিয়াম পরিক্রমা করেন। হাত নাড়েন দর্শকদের উদ্দেশে। এবার এ নিয়েই মোদীকে একহাত নিল কংগ্রেস।
মোদীকে নিয়ে কংগ্রেসের আপত্তি আমদাবদের নিজের নামের স্টেডিয়ামকে তিনি এমন গুরুত্বপূর্ণ একটি ম্যাচের জন্য বেছে নেওয়ায়। নিজের নামের স্টেডিয়ামে ক্রিকেট মগ্ন প্রধানমন্ত্রীকে নিশানা করেছে তারা। মোতেরার স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতিকে কটাক্ষ করে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইট করেছেন। কংগ্রেস নেতার কথায়, জীবদ্দশায় নিজের নামে তৈরি স্টেডিয়াম পরিক্রমা করে হাত নাড়ছেন। আত্মমগ্নতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী।
