কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে অপমান করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রবি প্রসাদ। এই অভিযোগ তুলেছে কংগ্রেস। কংগ্রেসের দাবি রবি প্রসাদকে ক্ষমা চাইতেই হবে। কংগ্রেসের দাবি বিজেপি নেতা জানিয়েছিলেন বিদেশ থেকে ভারতের গণতন্ত্রকে অপমান করছেন রাহুল গান্ধী। রাহুল নাকি মাওবাদীদের দ্বারা প্রভাবিত। এই অভিযোগ সর্বৈব মিথ্য়া। তাকে ক্ষমা চাইতে হবে।
কংগ্রেসের দাবি বিজেপির ওই নেতা রাহুল গান্ধী সম্পর্কে একেবারে মিথ্য়ে কথা বলছেন। এদিকে বিজেপি নেতা রবি প্রসাদ একটি সাংবাদিক সম্মেলনে ব্রিটেনে করা রাহুলের কিছু মন্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন। এনিয়ে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছিলেন।
তিনি জানিয়েছিলেন, রাহুল গান্ধী জানিয়েছিলেন, ১.৪ কোটি মানুষ এই গণতান্ত্রিক সিস্টেমের সঙ্গে যুক্ত। ভারতীয় গণতন্ত্রের উপর এই বিশ্বের গণতন্ত্র নির্ভর করছে। এই বক্তব্যকে সবার সমর্থন করা দরকার। প্রধানমন্ত্রীরও উচিত এনিয়ে প্রশংসা করা।
কংগ্রেসের মুখপাত্রের দাবি, হয়তো প্রধানমন্ত্রী রাহুল গান্ধীকে খুব হিংসা করেন। কারণ সেই ২০০২ সালের পর থেকে তিনি আর ব্রিটেন যাওয়ার আমন্ত্রণ পাননি। ১০ বছর তিনি ওখানে যেতে পারেননি। তাছাড়া কেমব্রিজের মতো একটি বিখ্য়াত প্রতিষ্ঠানে রাহুল বক্তব্য রেখেছেন। ব্রিটিশ এমপি রাও তাঁর কথা শুনেছেন।