অবিলম্বেই শুরু হয়ে যেতে পারে কর্মযজ্ঞ। গত ফেব্রুয়ারি মাসের বাজেট অধিবেশনেই নতুন ‘রাস্তাশ্রী’ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সব ঠিকঠাক চললে মার্চ মাসের তৃতীয় সপ্তাহে শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ১৫ই মার্চের সময় চাওয়া হয়েছে এই প্রকল্পের উদ্বোধনের জন্য। আগামী ১৩ই মার্চ শেষ হয়ে যাবে রাজ্য বিধানসভা বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। তার পরেই এই প্রকল্পের সূচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক মহলের খবর, ১৫ই মার্চ রাস্তাশ্রী প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। সেই দিনটিকেই কর্মসূচী সূচনার দিন ধরে কাজ শুরু হয়ে গিয়েছে সর্বস্তরে।
উল্লেখ্য, রাজ্যের পূর্ত দফতর এই প্রকল্পের দায়িত্বে থাকবে। নতুন কর্মসূচী শুরু নিয়ে জোরকদমে চলছে পূর্ত দফতরের প্রস্তুতি। বাজেট অধিবেশনে জানানো হয়েছিল নতুন রাস্তাশ্রী প্রকল্পের জন্য দশ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরির লক্ষ্যমাত্রা নেবে রাজ্য সরকার। রাস্তাশ্রী প্রকল্পের জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। বাজেট পুস্তিকায় সে কথা উল্লেখ করেছে রাজ্য সরকার। এই প্রকল্পে যেমন নতুন নতুন রাস্তা তৈরি হবে, তেমনই পুরনো রাস্তার সংস্কারের ব্যবস্থা করা হবে। এই প্রকল্পে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে গ্রামীণ রাস্তা। যে সব রাস্তা এখনও মোরাম দিয়ে তৈরি রয়েছে সেই সব রাস্তা পাকা করার কথা নতুন এই প্রকল্পে তৈরি করা হবে বলে জানা গিয়েছে।