বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়াতে তাঁর জুড়ি মেলা ভার। এবারও তার ব্যতিক্রম ঘটল না। যার জেরে পুলিশে অভিযোগ দায়ের হল বিজেপি সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। সম্প্রতি মেদিনীপুর কোতোয়ালি থানায় এই অভিযোগ জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ চন্দন সাহা। পুলিশ সূত্রে খবর, তার ভিত্তিতে মামলা রুজু হয়েছে। শুরু হয়েছে তদন্তও।
চন্দনের দাবি, সম্প্রতি দিলীপ কেন্দ্রীয় দলের পরিদর্শন প্রসঙ্গে জেলায় এসে তৃণমূল নেতাদের উদ্দেশে তোপ দাগেন দিলীপ। ‘‘যদি আপনাদের কোনও গন্ডগোল নেই, চুরি-চামারি করেননি, যে দলই আসুক না, কী যায় আসে!’’ বলেন তিনি। প্রসঙ্গত, এই ‘চুরি-চামারি’ শব্দবন্ধেই আপত্তি চন্দনের। ‘‘আমরা জানি চুরিটা একটা সামাজিক অপরাধ। আইনত দণ্ডনীয়। কিন্তু চামারি শব্দের সঙ্গে চর্মকারদের জীবন-জীবিকা জড়িয়ে। আমার মনে হয়েছে, দিলীপবাবু ওই উক্তিটি করে, চুরির মতো একটা অপরাধের সঙ্গে ওই সম্প্রদায়কে জড়িয়ে দিয়েছেন’’, জানিয়েছেন তিনি।