ত্রিপুরায় জয়ের পরই বিরোধীদের উপর হামলার অভিযোগে বিদ্ধ বিজেপি। নিজের টুইটার হ্যান্ডেলে গেরুয়া শিবিরের বিরুদ্ধে হিংসার অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।
শুক্রবার নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে তৃণমূল লেখে, ‘বিধানসভা ভোটে জয়লাভের পর মুহূর্তেই স্বমহিমায়। কমলপুরে বিরোধীদলের নেতাকর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে, নিজেদের হিংসার রাজনীতির পুনঃ প্রকাশ করলো শাসকদল! এবার কোথায় জাতীয় মানবাধিকার কমিশন? এবার কেন তৎপর নয় সিবিআই? একরাশ ধিক্কার!’
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘নির্বাচনের ফলাফলের পর মুহূর্তেই নিজেদের মুখোশ উন্মোচন করেছে ত্রিপুরার বিজেপি সরকার। বিরোধীদলের উপর মুহুর্মুহু চলছে নৃশংস অত্যাচার, জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়ি। মানবাধিকার কমিশন থেকে সিবিআই এখন ঠুঁটো হয়ে বসে আছে। নিশ্চুপ রাজ্য প্রশাসনও। কিন্তু বাংলার সিপিআইএম এবং কংগ্রেসে নেতারাও মুখে কুলুপ এঁটেছে। কেন? এবার কেন তারা আন্দোলন করছে না, কেন ডেপুটেশন জমা দিচ্ছে না মানবাধিকার কমিশন, সিবিআই তদন্তের জন্য? কারণ তারা অলক্ষ্যে জোট বেঁধেছে সাম্প্রদায়িক, বিচ্ছিন্নতাবাদী শক্তি – বিজেপির সঙ্গে’।