আজ, বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে মেঘালয় বিধানসভা নির্বাচনের নির্বাচনের ফলাফল। উত্তর-পূর্বের এই রাজ্যে খাতা খুলল তৃণমূল কংগ্রেস। ইস্ট খাসি জেলার নংথাইম্মাই কেন্দ্রে জয় পেলেন তৃণমূল প্রার্থী চার্লস পিংগ্রোপ। তিনি মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের সভাপতি। নিকটবর্তী প্রার্থীর থেকে ২০০০ এর বেশি ভোটে জয়ী হলেন চার্লস।
এছাড়াও আম্পাতি আসনে জয় পেয়েছে তৃণমূল। ওই আসনে তৃণমূল এর মিয়ানি ডি সিরা জয়ী হলেন। ২০০০ হাজারেরও বেশী ভোটে জয়ী হলেন তৃণমূল প্রাথী। নিকটবর্তী এনপিপিকে হারিয়ে জয়ী হল তৃণমূল। পাশাপাশি এগিয়ে থাকার ধারাবিবরণী অনুযায়ী মেঘালয়ের ৫টি বিধানসভা কেন্দ্র দখলে আসতে চলছে তৃণমূলের। সবমিলিয়ে ২০২৩ বিধানসভা নির্বাচনে অবশেষে মেঘালয়ের ভোট-চিত্রে প্রভাব ফেলতে সক্ষম হল ঘাসফুল শিবির।
