গত বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে বারাণসীতে গঙ্গা আরতি দেখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে অংশগ্রহণ করতেও দেখা গিয়েছিল তাঁকে। ফিরে এসেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে শহরে গঙ্গা আরতি শুরুর আয়োজন করতে নির্দেশ দিয়েছিলেন। সেই মতই তাঁর পরিকল্পনাকে রূপদান করেছে কলকাতা পুরসভা। অবশেষে মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা মেনে আজ, বৃহস্পতিবার থেকে কলকাতায় চালু হচ্ছে গঙ্গা আরতি।
মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিকেল সাড়ে চারটে নাগাদ বাজেকদমতলা ঘাটে গঙ্গা আরতির উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। সুদৃশ্য আলোকমণ্ডিত মঞ্চে দাঁড়িয়ে একসঙ্গে ২২ জন পুরোহিত সন্ধ্যা আরতিতে অংশ নেবেন, ঠিক যেমনটি দেখতে পাওয়া যায় বারাণসীর দশাশ্বমেধ ঘাটে। আরতির জন্য বাজেকদমতলা ঘাটে একটি অস্থায়ী মন্দিরও তৈরি হয়েছে। সেটিরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেখানে গঙ্গাদেবীর মূর্তিরও উন্মোচন হবে। দর্শক আকর্ষণের জন্য খুব তাড়াতাড়ি সেখানে লেজার শোয়ের আয়োজন করা হবে।
