ফের সমস্যার কবলে পড়তে চলেছেন যাত্রীরা। রেল লাইন মেরামতির কাজ চলার দরুন, এবার টানা একমাস হাওড়া শাখার লিলুয়া-বর্ধমান লাইনে বাতিল থাকবে ১৪ টি লোকাল ট্রেন। যার জেরে যাত্রীদের প্রবল ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। পূর্ব রেলের তরফে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, লিলুয়া-বর্ধমান লাইনে হাই স্পিড ট্রেন চলাচলের জন্য রেল লাইন সংস্কারের কাজ করা হবে। যে কাজে একটা দীর্ঘ সময় লাগবে। সেই কারণেই আজ অর্থাৎ ১লা মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত লিলুয়া-বর্ধমান লাইনে বন্ধ রাখা হবে ১৪ টি লোকাল ট্রেন চলাচল।
পাশাপাশি মাদলহ ডিভিশনের কয়েকটি ট্রেনও বাতিল করা হচ্ছে। দেরিতে চলবে কিছু ট্রেন। সবমিলিয়ে আগামী এক মাস ট্রেন যাত্রীদের ভুগতেই হবে। ফলে হাতে সময় নিয়ে বেরনোর অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে খবর, ১লা এপ্রিল থেকে ফের স্বাভাবিক নিয়মে শুরু হবে ট্রেন পরিষেবা।
হাওড়া থেকে বাতিল : ৩৭৬১১, ৩৭৮১৫, ৩৭৩৪৩, ৩৬০৭১, ৩৭০১১, ৩৬৮২৫ এবং ৩৬০৮৫।
বর্ধমান থেকে বাতিল : ৩৭৮৩৪ ও ৩৭৮৪০।
পাণ্ডুয়া থেকে বাতিল : ৩৭৬১৪।
তারকেশ্বর থেকে বাতিল : ৩৭৩৫৪।
শ্রীরামপুর থেকে বাতিল : ৩৭০১২।
মশাগ্রাম থেকে বাতিল : ৩৬০৮৬।