আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। হয়েছেও ঠিক তাই। টানা ৮ ঘণ্টা জেরা করার পর রবিবার রাতেই দিল্লীর উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে সিবিআই। এই গ্রেফতারির প্রতিবাদে সোমবার দেশজুড়েই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল আম আদমি পার্টি। সেই মতো আজ কলকাতায় বিজেপির রাজ্য দফতরের অদূরে বিক্ষোভ দেখাল তারা।
প্রসঙ্গত, সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থাকে বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে, এই অভিযোগে সারা দেশেই বিজেপির দফতরের বাইরে বিক্ষোভের ডাক দিয়েছিল আপ। পরীক্ষা চলায় এখানে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। বিজেপি দফতরের কিছুটা আগে পুলিশ আপের মিছিল আটকে দেয়। সেখানেই বিক্ষোভ সভা করেন আপ কর্মী-সমর্থকেরা। তবে বিজেপির ‘প্রতিহিংসার রাজনীতি’র বিরুদ্ধে লড়াই চলবে বলে জানিয়েছে আপ।
রাজ্যে আপের মুখপাত্র অর্ণব মৈত্র বলেন, ‘দিল্লী সরকারের উপমুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে বিজেপি প্রতিহিংসার রাজনীতিকেই প্রকট করে দিয়েছে। মডেল শিক্ষা ব্যবস্থা তৈরি করে, পরিষেবার মান উন্নত করে আপ সারা দেশের নজর কেড়েছে। দেশ জুড়ে অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তায় ওরা ভয় পাচ্ছে। সিসোদিয়ার কাছ থেকে বেআইনি সম্পত্তির কোনও নথি বা আপত্তিকর কিছু বাজেয়াপ্ত না করতে পারলেও শুধু মোদীর চাপে সিবিআই তাঁকে ভিত্তিহীন অভিযোগে গ্রেফতার করেছে।’