সদ্য বিদায় নিয়েছে শীত। তবে ঠান্ডার আমেজ উধাও হতেই লাফিয়ে লাফিয়ে চড়তে শুরু করেছে পারদ। ফেব্রুয়ারির শেষ লগ্নে গরমে হাসফাস অবস্থা। বেলা বাড়লেই কড়া রোদে উঠছে নাভিঃশ্বাস। ফ্যান বন্ধ রাখাই যেন দায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা। পূবালী হাওয়ার প্রভাবে জলীয় বাষ্প ঢুকে বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের চার জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৯ থেকে ৯৪ শতাংশ। সকালে আকাশ আংশিক মেঘলা ছিল। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বুধবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা। পূবালী হাওয়ার প্রভাবে জলীয় বাষ্প ঢুকতে পারে বাংলায়। বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। মার্চের শুরু থেকেই ক্রমশ বাড়বে তাপমাত্রা। দোলের দিন উষ্ণ আবহাওয়া বজায় থাকবে। কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে অনুমান আবহাওয়াবিদদের। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের চার জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা।
