‘মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাইরে যান আমরাও কি বোমাবাজি করতে পারিনা? কিন্তু আমরা করিনা। পরিস্থিতি যদি এই ভাবে চলতে থাকে আমরা ৩৫৬-র প্রয়োগ চাইতে বাধ্য হবো। ৩৫৬ ধারা ছাড়া তো এই রাজ্যে শান্তি সম্ভব নয় মনে হচ্ছে।’ এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
নিশীথের গাড়িতে হামলার ঘটনায় দিনহাটায় গ্রেফতার আঠারোজন বিজেপি সমর্থক। উদ্ধার তিনটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি। অশান্তির নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে দাবি করেছেন উদয়ন।
প্রসঙ্গত, গতকাল, শনিবার দুপুরের দিকে দিনহাটার বুড়ির হাটে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে যাওয়ার কথা ছিল তাঁর। দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে কালো পতাকা দেখান তৃণমূলকর্মীরা। দেওয়া হয় স্লোগানও। এরপরেই তৃণমূলকর্মীদের দিকে তেড়ে যান বিজেপি কর্মীরা বলে অভিযোগ। শুরু হয় সংঘর্ষ। অল্প সময়েই তা রণক্ষেত্রের চেহারা নেয়।