সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেটা মাথায় রেখেই ২৫ ফেব্রুয়ারির পরও দিদির সুরক্ষা কবচ কর্মসূচি চালিয়ে যাবে শাসক দল তৃণমূল। ইতিমধ্যেই ১২০০ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচি পালন করেছে তৃণমূল। আপাতত পঞ্চায়েত নির্বাচনের আগে সুরক্ষা কবচ কর্মসূচিতেই আস্থা রাখছে তৃণমূল ।
দিদির দূতদের কাছে সবথেকে বেশি চাহিদা রাস্তার। এর পরে রেশন ও লক্ষ্মীর ভান্ডার নিয়ে চাহিদার কথা উঠে এসেছে। দিদির সুরক্ষা কবচ কর্মসূচীতে প্রায় তিন হাজার গ্রাম পর্যবেক্ষণ করল শাসক দল।
জানা গিয়েছে রাস্তা, স্বাস্থ্যসাথী ও লক্ষ্মীর ভান্ডার নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ জানিয়েছেন মানুষ। যে সব জায়গায় বিক্ষোভ হয়েছে, পুনরায় সেখানে গিয়েছেন অন্য প্রতিনিধিরা।
পাশাপাশি একাধিক পঞ্চায়েত সদস্যের কাজ নিয়ে উঠে এসেছে অভিযোগ। প্রান্তিক এলাকার মানুষের প্রশ্ন রেশন পাওয়া যাবে কিনা। মহিলাদের প্রশ্ন সবচেয়ে বেশি করে লক্ষ্মীর ভান্ডার নিয়েই।
জানানো হয়েছে আগামী মাসের তৃতীয় সপ্তাহ অবধি চলবে এই কর্মসূচী। ২৫ ফ্রেব্রুয়ারী অবধি এক দিন অঞ্চলে কর্মসূচীর তালিকা প্রস্তুত আছে। গ্রামের রিপোর্ট তৈরির কাজ শুরু করছে দল। এবার পুর এলাকায় এই কর্মসূচী শুরু করা হবে।