সামনেই বিধানসভা নির্বাচন মেঘালয়ে। উত্তর-পূর্বের এই রাজ্যে ইতিমধ্যেই সরগরম রাজনৈতিক আবহ। আজ, বুধবার মেঘালয়ে ভোটের প্রচার করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বার্তা দিলেন, “মেঘালয়ে মুক্তির সূর্য উঠবে। তৃণমূল কংগ্রেসের হাত ধরেই উৎখাত হবে এনপিপি–বিজেপি সরকার। মেঘালয়ের রাজাবালা মাঠের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলে দিলেন, বিজেপির ডবল ইঞ্জিন সরকার পাঁচ বছরে কী করেছে?” একাধিক অভিযোগ তুলে অভিষেকে প্রশ্ন, “মেঘালয়ে পাঁচ বছর ডবল ইঞ্জিন সরকার আছে। তাহলে কেন একটাও মেডিক্যাল কলেজ গড়ে উঠল না? কেন মেঘালয়ের মানুষের মনের কথা না শুনে মেঘালয়ের জমি অসমের হাতে তুলে দেওয়া হল? কেন দিল্লী, গুয়াহাটি থেকে মেঘালয় চলবে? মেঘালয়ে এমন সরকার গড়তে হবে, যে সরকার মেঘালয়ের মানুষের কথা বলবে। তাই দিল্লী গুজরাট নয়, মেঘালয়ই মেঘালয়ের ভবিষ্যৎ ঠিক করবে।’”
বুধবার মেঘালয়ের জনসভা থেকে বিজেপিকে একহাত নিয়ে অভিষেক বলেন, “মেঘালয়ে পরিবর্তন দরকার, উন্নয়ন দরকার। সেই উন্নয়ন তৃণমূলের হাত ধরেই সম্ভব। কারণ, তৃণমূলই একমাত্র দল যারা মেরুদণ্ড বিক্রি করে না। বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে পারে শুধু তৃণমূলই। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব। তবু মাথা নত করব না। মেঘালয়ে আর কদিন বাদেই নতুন সরকার তৈরি হবে। নতুন সরকার গঠন হলে মেঘালয়ের মা–বোনেদের আর কারও কাছে হাত পাততে হবে না। লক্ষ্মীর ভাণ্ডারের সরকার প্রতিষ্ঠিত হবে।” আগামী ২৭শে ফেব্রুয়ারি এখানে বিধানসভা নির্বাচন। যার ফলাফল প্রকাশিত হবে ২রা মার্চ। সেখানে আজকের এই নির্বাচনী প্রচার সভায় প্রচুর ভিড় দেখতে পাওয়া যায়। গারো পাহাড়ে তৃণমূল কংগ্রেসের ভিত দৃঢ় করতে বদ্ধপরিকর অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার রাজাবালা মাঠের সভায় দেখা গেল প্রবল ভিড়। স্বাভাবিকভাবেই যা বাড়তি অক্সিজেন জোগাবে ঘাসফুল শিবিরকে।