আগেই ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি ২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেছিলেন। এবার ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নেতা তথা উদ্যোগপতি বিবেক রামস্বামীও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করলেন।
৩৭ বছর বয়সী রামস্বামীর শিকড় ভারতের কেরালায়। তাঁর পরিবার সেখান থেকে আমেরিকায় আসে ওহিওর বিদ্যুৎকেন্দ্রে কাজ করতে। এক টিভি সাক্ষাৎকারে দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত ও রিপাবলিকান প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, ‘আমি গর্বের সঙ্গে জানাচ্ছি আমি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ব এদেশের হারিয়ে যাওয়া আদর্শকে ফিরিয়ে আনতে।’ আমেরিকায় সর্বস্তরে দেশীয় মেধাকেই ফিরিয়ে আনতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ, একথাও জানিয়েছেন রামস্বামী। তিনি বলেছেন, নির্বাচিত হলে চিন-নির্ভরতা কমিয়ে আমেরিকাকে নতুন করে মেধার ভিত্তিতে গড়ে তুলবেন তিনি।