হাতে আর বেশিদিন নেই৷ সব ঠিক থাকলে চলতি বছরের এপ্রিম-মে মাস নাগাদ হবে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিদ্ধান্ত নিয়েছে, গ্রাম পঞ্চায়েত স্তরে যারা জয়ী হয়ে ফিরবেন তাঁদের প্রশিক্ষণ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট(আইআইএম)।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, নবনির্বাচিত জনপ্রতিনিধিরা তাঁদের কাজের শুরুতেই যাতে উন্নয়ন সংক্রান্ত কাজকর্ম, নিয়মকানুন, হিসেব রাখার পদ্ধতি সম্পর্কে সচেতন থাকেন সেই জন্যই তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে রাজ্য সরকার। পঞ্চায়েত ভোটে জিতে আসার পর প্রায় প্রতিবারই নবনির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশিক্ষণের ব্যবস্থা করে রাজ্য সরকার। তবে এবারই প্রথম আইআইএম-এর মতো সংস্থাকে কাজে লাগিয়ে ‘যুগোপযোগী’ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এর পাশাপাশি কেন্দ্রীয় স্তরের অন্যান্য প্রশিক্ষণ সংস্থার সঙ্গেও এ ব্যাপারে আলোচনা চলছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
পঞ্চায়েতে নতুন বোর্ড গঠনের পর যাতে গ্রামোন্নয়ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে কোনও ফাঁক না থাকে, তার জন্য এখন থেকেই সচেষ্ট রাজ্য। একই সঙ্গে আগের তুলনায় বর্তমানে পঞ্চায়েতের প্রকল্পগুলি রূপায়ণের পদ্ধতিতে আকাশ-পাতাল ফারাক এসেছে। এখন প্রতিটি স্তরের অনুমোদন মেলে অনলাইনের মাধ্যমে। কাজের টেন্ডার থেকে শুরু করে সমস্ত রিপোর্টও জমা দিতে হয় অনলাইনে। এরই মধ্যে কেন্দ্রের নিত্যনতুন নিয়ম এবং তথ্য আদানপ্রদান বেড়ে গিয়েছে অনেকটাই। সেই জন্য পঞ্চায়েতের কর্মীদের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও নতুন নিয়মকানুন সম্পর্কে জানতেই হবে। সেই কথা মাথায় রেখেই এই প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।