প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে নেই। বিরোধীদের একজোট করাই আমার লক্ষ্য। বৃহস্পতিবার স্পষ্ট ভাষায় এ কথা জানিয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার। পাশাপাশি দলীয় কর্মী-সমর্থকদের নির্দেশ দিলেন, তাঁকে ২০২৪ সালের প্রধানমন্ত্রীর মুখ হিসেবে যেন স্লোগান না দেওয়া হয়।
প্রসঙ্গত, গত বছর বিজেপির সঙ্গে জোট ভেঙে বিরোধী শিবিরে শামিল হয়েছেন নীতিশ। এই মুহূর্তে তাঁর দল জেডিইউ আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে বিরোধী মহাজোটের অংশ। বস্তুত, সরকারিভাবে ইউপিএ-তে যোগ দিয়েছেন তিনি। এনডিএ ছাড়া ইস্তক বিজেপি বিরোধিতায় সুরও চড়িয়ে চলেছেন। জানিয়ে দিয়েছেন, আপাতত তাঁর লক্ষ্য ২০২৪ সালে বিজেপিকে কেন্দ্র থেকে গদিচ্যুত করা। আর সেই সময় থেকেই গুঞ্জন শোনা গিয়েছে, বিহারের মুখ্যমন্ত্রীর মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার সুপ্ত বাসনাও রয়েছে।
কিন্তু সেই গুঞ্জন থামিয়ে দিলেন খোদ নীতিশই। যদি বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব আগেই জানিয়ে দিয়েছিলেন, নীতিশ কুমার রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর একমাত্র লক্ষ্য বিরোধীদের একজোট করা। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার কোনও বাসনা নেই। এবার নীতিশ নিজেও জানিয়ে দিলেন, তিনি প্রধানমন্ত্রী হতে চান না। তাঁর কথায়, ‘আমি ওদের বলেছি এরকম স্লোগান না দিতে। আমার কোনও ইচ্ছে নেই প্রধানমন্ত্রী হওয়ার।’