এর আগে মাইক্রোসফটে সত্য নাদেলা, অ্যাডোবিতে শান্তনু নারায়ণ এবং গুগলে সিইও সুন্দর পিচাইদের সিইও পদে দেখা গিয়েছে। এবার ভারতীয় বংশোদ্ভূত সিইওদের তালিকায় যুক্ত হল নতুন নাম। বিশ্বের বৃহত্তম এবং বহুল ব্যবহৃত ভিডিও স্ট্রিমিং সংস্থা ইউটিউবের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (সিইও) পদ থেকে সুজ়ান ওয়োজসিকি পদত্যাগ করতেই তাঁর জায়গায় নতুন সিইও হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত নিল মোহন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ কথা জানান সুজান।
জন্মলগ্ন থেকেই ইউটিউবের সঙ্গে রয়েছেন সুজান। ২৫ বছর আগে তাঁরই গ্যারাজ থেকে পথ চলা শুরু ইউটিউবের। ২০১৪ সাল থেকে তিনি সংস্থার সিইও পদে ছিলেন। তার আগে গুগলের বিজ্ঞাপন বিভাগের বরিষ্ঠ সহ-সভাপতি। গুগলের প্রথম দিকের কর্মীদের মধ্যে এক জন সুজান। গুগলের আগে তিনি চিপ প্রস্তুতকারক সংস্থা ইনটেলে কাজ করতেন। অন্যদিকে, নতুন সিইও নিল মোহন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার। ২০০৮ সালে তিনি গুগ্লে যোগ দেন। ২০১৫ সালে তিনি মুখ্য পণ্য কর্মকর্তা হন। গুগ্লের আগে নিল মাইক্রোসফ্টে কাজ করেছেন। এ ছাড়া বহু নামী সংস্থায় বোর্ড সদস্যও ছিলেন তিনি। ইউটিউব মিউজ়িক, ইউটিউব শর্টস, ইউটিউব টিভি এবং ইউটিউব প্রিমিয়াম তাঁরই মস্তিষ্কপ্রসূত।