কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ই-ফার্মেসি সংস্থাগুলির স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই পদক্ষেপের অধীনে, কেন্দ্রীয় সরকার অনেক ই-ফার্মাসি প্ল্যাটফর্মগুলিকে লক করতে পারে। সরকারি সূত্র বৃহস্পতিবার জানিয়েছে যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ই-ফার্মেসিগুলির ওষুধের অপব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে। এতে অনেক কোম্পানি বন্ধও হয়ে যেতে পারে বলে জানা গিয়েছে।
সংবাদ সংস্থা এএনআই-এর মতে, ‘বর্তমানে যে ব্যবসায়িক মডেলের উপর ই-ফার্মেসিগুলি চলছে, সেগুলি রোগীদের জন্য সমস্যা তৈরি করতে পারে যারা অনলাইনে ওষুধ অর্ডার করেন, তাদের ডেটার গোপনীয়তা ঝুঁকিতে থাকে এবং ওষুধের অপব্যবহারের সম্ভাবনা থাকে’। ভারতের কন্ট্রোলার জেনারেল ইন্টারনেটে ওষুধ বিক্রি করে এমন অবৈধ ই-ফার্মেসিগুলিকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।
৮ ফেব্রুয়ারি ডিসিজিআই অনলাইন ফার্মেসি এবং অনলাইন প্ল্যাটফর্মগুলিকে কারণ দর্শানোর নোটিশ জারি করে তাদের দুই দিনের মধ্যে জবাব দিতে বলে। তা না করলে বিনা নোটিশে দেশে ওষুধ বিক্রি ও বিতরণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অফিসিয়াল সূত্রের মতে, ই-ফার্মেসি প্ল্যাটফর্মগুলি ড্রাগস এবং কসমেটিকস অ্যাক্ট, ১৯৪০ এর ধারাগুলি লঙ্ঘন করছে।