টিপু সুলতানকে নিয়ে ফের বিতর্ক দানা বাঁধল কর্ণাটকে। এবার টিপু সুলতানের সব কট্টর সমর্থকদের মেরে ফেলার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন কর্ণাটকের বিজেপি প্রধান নলিন কুমার কতিল। উল্লেখ্য, হিন্দু ডানপন্থী সংগঠনগুলির দাবি, শাসনকালে টিপু সুলতান বলপূর্বক হিন্দুদের ধর্মান্তরিত করতেন। এই আবহে হিন্দুত্ববাদী সংগঠনগুলি বিগত কয়েক বছরে বারবার টিপু সুলতান সংক্রান্ত বিভিন্ন বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। আর এবার বিজেপির রাজ্য সভাপতি টিপু সুলতানের কট্টর সমর্থকদের মেরে ফেলার কথা বলে নতুন করে বিতর্কের জন্ম দিলেন।
এক অনুষ্ঠানে নলিন কুমার বলেন, ‘টিপু সুলতানের সমর্থকদের তাড়িয়ে বনে পাঠানো উচিত। আমরা টিপু সুলতানের বংশধর নই। আমরা ভগবান রামকে অনুসরণ করি এবং ভগবান হনুমানের পূজা করি, তাই টিপু সুলতানের বংশধরদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত আমাদের। একবার ভেবে দেখুন, আপনি কি মনে করেন যে এই রাজ্যে ভগবান হনুমানের ভক্তদের থাকা উচিত নাকি টিপুর বংশধরদের থাকা উচিত? আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি। যারা টিপুর কট্টর সমর্থক, তারা যেন এই উর্বর মাটিতে বেঁচে না থাকে।’
উল্লেখ্য, ২০১৮ সালের কর্ণাটক নির্বাচনের আগে সেই রাজ্যে প্রচারে গিয়ে ‘টিপু বনাম হনুমান’ বিতর্ক শুরু করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপির হিন্দুত্ববাদের ‘আধুনিক পোস্টারবয়’ যোদী আদিত্যনাথ। এদিকে সম্প্রতি টিপুর বিরুদ্ধে মুখে খুলে ষোড়শ শতকের তুলুয়া শাসক উল্লাল রানি আব্বাক্কা চৌতার প্রশংসা করেছিলেন অমিত শাহ। এবার টিপুর বিরুদ্ধে ফের আক্রমণাত্মক হল বিজেপি।