পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতেই ফের রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক সন্ত্রাস। বুধবার রাতে যেমন পূর্ব বর্ধমানে শাসক দলের কর্মীদের ওপর চলল গুলি। ঘটনায় দুই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না এলাকার শুকুর গ্রামের বাজারে। জানা গেছে, বুধবার রাত ৯টা নাগাদ শুকুর বাজার এলাকায় ওষুধ কিনতে বেরিয়েছিলেন মৃগাঙ্ক সিং ও তাঁর বাবা বাদল সিং।
সেই সময়ই তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। দু’জনকেই উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে।