দিন কয়েক আগেই আগরতলায় একটি আলাপচারিতা অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন এবার তিনি বিয়ে করে সংসারী হবেন। কারণ এবার তাঁর জীবনসঙ্গী দরকার। আর এবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের দু’দিন আগে ভোট রাজনীতি থেকে অবসরের কথা ঘোষণা করে শোরগোল ফেলে দিলেন ত্রিপুরার রাজপরিবারের সদস্য তথা তিপ্রা মথার প্রধান প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মা।
তিনি নিজে ভোটে লড়েননি। দলের প্রথম সারির নেতাদেরও মনোনয়ন দেননি। এডিসি নির্বাচনে জিতেছিলেন ঠিকই কিন্তু নিজের হাতে ব্যাটন থাকা সত্বেও দায়িত্ব নেননি। এবার উপজাতি সংরক্ষিত ২০টি আসনের বাইরে তপশিলী জাতি সংরক্ষিত এবং সাধারণ আসন মিলিয়ে ৪২টিতে প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছেন প্রদ্যোৎ মাণিক্য দেববর্মা। হেলিকপ্টার নিয়ে রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে প্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে প্রচার করে গিয়েছেন। তাঁর দাবি, একার শক্তিতে সরকার গড়বে তিপ্রা মথা।
এ হেন প্রদ্যোৎ মাণিক্য শেষবেলায় এসে বিনা মেঘে বজ্রপাতের মতোই ঘোষণা করে দিলেন তার রাজনৈতিক সন্ন্যাস। বললেন, এটাই তাঁর শেষ রাজনৈতিক সভা। এরপর আর কোন রাজনৈতিক মঞ্চে তিনি ভাষণ দেবেন না। নিজের জাতির জন্য একটা শেষ লড়াইয়ে তিনি নেমেছেন। সে লড়াই শেষ। এবার তিনি ভোট রাজনীতির বাইরে চলে যাবেন।