সম্প্রতি আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনার পরেই ধাক্কা খেয়েছে ভারতীয় জীবনবিমা নিগম (এলআইসি)। কারণ তারা আদানিদের সংস্থায় বিনিয়োগ করেছিল৷ এরই মধ্যে এবার এলআইসি নিয়ে একটি বড় তথ্য সামনে এসেছে। মূলত, এর আগে কেন্দ্রীয় সরকার এলআইসিতে মোটা ট্যাক্সের সুবিধা দিত। কিন্তু এবার নিয়মে একটি বড় পরিবর্তন করা হয়েছে। যার ফলে এলআইসির পলিসি নেওয়ার পরেও সাধারণ মানুষকে ট্যাক্স দিতে হবে।
প্রসঙ্গত, ইনকাম ট্যাক্সের নিয়ম অনুযায়ী, এলআইসির পলিসি কিনলে ট্যাক্স ছাড়ের সুবিধা পাওয়া যায়। এমন পরিস্থিতিতে ট্যাক্স সংক্রান্ত অব্যাহতির কারণেই বিমা কোম্পানিগুলি বেশ মজবুত অবস্থানে রয়েছে। পাশাপাশি, গ্রাহকেরা বেশিরভাগ ক্ষেত্রেই ট্যাক্স বাঁচাতে এলআইসির পলিসি গ্রহণ করেন। সংস্থার চেয়ারম্যান জানিয়েছেন, যে কোম্পানির মোট বার্ষিক প্রিমিয়ামের প্রায় অর্ধেক আসে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে।
উল্লেখ্য, ২০২৩ সালের বাজেটে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, এখন থেকে ৫ লক্ষ টাকার বেশি প্রিমিয়াম সহ পলিসির ম্যাচুরিটিতে ট্যাক্স দিতে হবে। এর পাশাপাশি, সরকার সারা দেশে নতুন কর ব্যবস্থার প্রচারও করছে। যেখানে করের উপর কোনো ছাড় দেওয়া নেই। অর্থাৎ, যাঁরা কর বাঁচাতে এখন এলআইসির পলিসি নেন, তাঁরাও ভবিষ্যতে তা নেওয়া বন্ধ করতে পারেন। আগামী সময়ে সরকারের এহেন সিদ্ধান্তের প্রভাব বিমা সংস্থাগুলিতে প্রত্যক্ষভাবে পড়তে পারে। যার ফলে প্রভাবিত হতে পারে এলআইসির গ্রোথও।