গত জানুয়ারি মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। সেই পুরস্কার পেলেন শুভমন গিল। বিরাট কোহলির পর আবার এক ভারতীয়ের হাতে উঠল সেরার শিরোপা। গত বছর অক্টোবরের সেরা ক্রিকেটার হয়েছিলেন বিরাট। তার পর এই পুরস্কার পেলেন শুভমন। শ্রীলঙ্কা এবং নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে দুরন্ত ছন্দে ছিলেন পঞ্জাবতনয়। জানুয়ারি মাসে ৫৬৭ রান করেন শুভমন। তিনটি শতরান করেন তিনি। হায়দ্রাবাদে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করেন শুভমন। মাত্র ১৪৯ বলে ২০৮ রান করেছিলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৬ এবং নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১১২ রান করেন। “আইসিসির সেরা ক্রিকেটার হয়ে দারুণ লাগছে। জানুয়ারি মাসটা আমার কাছে খুবই স্পেশাল হয়ে রইল। আমার এই সাফল্যের জন্য কোচ এবং সতীর্থদের কৃতিত্ব দিতে হবে”, জানান তরুণ ব্যাটার।
প্রসঙ্গত, নিউ জিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে এবং ভারতের পেসার মহম্মদ সিরাজকে টপকে সেরার পুরস্কার পেলেন শুভমন। তিনি বলেন, “ভাল খেলার জন্য কোনও পুরস্কার পেলে ভাল লাগে। এটা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। ঘরের মাঠে বিশ্বকাপের আগে এই পুরস্কারের অবশ্যই আলাদা মূল্য রয়েছে।” গত কয়েক মাসে দুরন্ত ছন্দে রয়েছেন শুভমন। এক দিনের ক্রিকেটে দ্বিশতরানের পরে ২০ ওভারের ক্রিকেটে শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। আমদাবাদে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৬৩ বলে ১২৬ রানের ইনিংসে খেলেন শুভমন। তাঁর শতরানের জেরে নিউ জিল্যান্ডকে ১৬৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ় জেতে ভারত। ভাল ব্যাটিংয়ের পুরস্কার পেয়েছেন শুভমন। এক দিনের ক্রিকেটে ক্রমতালিকাতেও উত্থান হয়েছে শুভমনের। ষষ্ঠ স্থানে উঠেছেন ভারতীয় ওপেনার। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শতরানের জেরে আইসিসি-র টি-টোয়েন্টি ক্রমতালিকায় ১৬৮ জন ক্রিকেটারকে টেক্কা দিয়েছেন। ভারতীয় ব্যাটার। প্রকাশিত নতুন তালিকায় ৩০ নম্বরে উঠে এসেছেন শুভমন।