শুরু হয়েছে বর্ডার-গাভাস্কার সিরিজ। প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে ভারত। তবে টিম ইন্ডিয়া শিবিরের চিন্তার কারণ একাধিক ক্রিকেটারের চোট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজেও সম্ভবত রোহিত শর্মারা পাবেন না পেসার যশপ্রীত বুমরাকে। দ্বিতীয় টেস্টেও শ্রেয়স আয়ারকে সম্ভবত পাওয়া যাবে না। টেস্ট সিরিজের পর হয়তো এক দিনের সিরিজেও বুমরাকে পাবেন না রোহিতরা। বুমরাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না ভারতীয় দল। দ্রাবিড়দের আশা অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জন করবে ভারত। ৭ থেকে ১১ই জুনের সেই ম্যাচে বুমরাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পেতে চাইছেন রোহিত, দ্রাবিড়রা। আগামী অক্টোবরে রয়েছে এক দিনের বিশ্বকাপ। দেশের মাটিতে সেই প্রতিযোগিতাতেও প্রয়োজন বুমরাকে। তাই দেশের অন্যতম সেরা ফাস্ট বোলারকে নিয়ে সতর্ক বিসিসিআই।
প্রসঙ্গত উল্লেখ্য, দেশের হয়ে খেলতে না পারলেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলবেন বুমরা। এই প্রতিযোগিতায় তাঁর উপর নজর রাখা হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, ঝুঁকি না নিয়ে খেলার পরামর্শ দেওয়া হবে বুমরাকে। নতুন করে যাতে চোট না লাগে, সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হবে। কারণ আইপিএলের থেকেও বেশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালকে গুরুত্ব দিচ্ছে বোর্ড।