স্বাস্থ্যক্ষেত্রে ফের তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিশ্ববিখ্যাত ক্রীড়াবিদরা যে উন্নত প্রযুক্তির ট্রেডমিল ব্যবহার করে থাকেন, এবার সেই ট্রেডমিলই আসছে কলকাতার পিজি হাসপাতালে। জানা যাচ্ছে, জলের প্লবতাকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে ট্রেডমিল। শুধু তাই নয় মাধ্যাকর্ষণ শক্তি কমিয়ে-বাড়িয়ে খেলোয়াড়দের ফিট রাখার ব্যবস্থাও রয়েছে এই মেশিনে। যা কোনও খেলোয়াড়কে ফিট রাখতে সাহায্য করে। সূত্রের খবর, ৬০ লাখের এই ট্রেডমিল তৈরি হয়ে গেছে। এখন শুধু হাসপাতালে আসার অপেক্ষা।
এপ্রসঙ্গে হাসপাতালের মেডিসিন বিভাগের জনৈক বিশেষজ্ঞদের কথায়, খেলোয়াড়রা মাঝেমধ্যেই নানা সমস্যায় ভোগেন। চোটের সমস্যা ছাড়াও রয়েছে হার্ট প্রব্লেম, চোখের সমস্যা ইত্যাদি। অনেক সময়ই এইসব সমস্যা এতবড় হয়ে যায় যে খেলোয়াড়দের কেরিয়ার শেষ হয়ে যায়। খেলোয়াড়দের সুরক্ষার জন্যই এবার পিজি হাসপাতালে এই নতুন বিভাগ চালু হতে চলেছে। পিজি-র চারতলায় ঝাঁ চকচকে স্পোর্টস মেডিসিন বিভাগটি গড়ে উঠেছে। খেলোয়াড়দের জন্য রয়েছে স্পোর্টস সাইকোলজি, স্পোর্টস কার্ডিওলজিও। হাসপাতালে এমন বিভাগ দেশের মধ্যে অনেক কমই আছে।।জানা গেছে, এই বিভাগে ইস্টবেঙ্গল, মোহনবাগানের ফুটবলারদের ট্রেনিং ও চিকিৎসা দেওয়া হবে। বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির ফুটবলাররা এখানে এসে অনুশীলন করে গেছেন। বাংলায় এমন উদ্যোগ এটিই প্রথম। খেলোয়াড়দের পায়ের পেশির শক্তি থেকে দমের পরীক্ষা সবই এই বিভাগে করা হবে। শুধু তাই নয়, খেলা শেষে খেলোয়াড়দের ধকল মুক্ত করতেও থাকছে বিশেষ ব্যবস্থা। পাশাপাশি থাকছে ব্যালেন্স ল্যাবের বন্দোবস্তও।