ফের নিম্নগামী পারদ। সোমবার শহরে আরও কমল রাতের তাপমাত্রা। ১২ই ফেব্রুয়ারী তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি। এই তাপমাত্রা ১৩ই ফেব্রুয়ারী হয় ১৭ ডিগ্রি, এবং ১৪ই ফেব্রুয়ারি তা হবে ১৫.৫ ডিগ্রি। অর্থাৎ ৪৮ ঘণ্টায় সাত ডিগ্রি পারদ নামল রাজ্যে। ১১ই ফেব্রুয়ারী দিনের তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি। ১২ই ফেব্রুয়ারি তাপমাত্রা হয় ৩১.২ ডিগ্রি। ১৩ই ফেব্রুয়ারি তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি। আবহাওয়া দফতর জানিয়েছে, আরও ২৪ ঘণ্টা থাকবে শীতের আমেজ। বুধবারের পর আর ঠাণ্ডা থাকবে না। বৃহস্পতিবার থেকে ক্রমশ বাড়তে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। এ রাজ্যে উত্তরবঙ্গে কুয়াশার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আরও দুই দিন। এছাড়াও ঘন কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে দুই একটি জেলার কিছু অংশে।
পাশাপাশি, কলকাতায় মূলত পরিষ্কার আকাশ দেখা যাবে। এছাড়াও হালকা শীতের আমেজ থাকবে মহানগরে। বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।।মঙ্গলবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যাবে। মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে কাশ্মীর, লাদাখ ও মুজাফফরাবাদ এলাকায়। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে অসম এবং নাগাল্যান্ডের কিছু এলাকায়। বুধবার পর্যন্ত ৩০ থেকে ৩৫ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকায়। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লীর কিছু অংশ এবং উত্তরপ্রদেশে এই হাওয়ার প্রভাব পড়বে বলেই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।