অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের দৌরাত্ম্য বেড়েই চলেছে মার্কিন মুলুকে। গত বছরেই টেক্সাসের উভালদের একটি স্কুলে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয়েছিল ১৯ জন পড়ুয়া সহ ২১ জনের। তার পরপরই ওকলাহোমার তুলসায় হাসপাতালে বন্দুকবাজের গুলিতে চার জন মারা যান। তারপর উত্তর ওয়াশিংটনের ইউ স্ট্রিটেও এক মিউজিক কনসার্টে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় এক নাবালকের। সম্প্রতি বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয় ক্যালিফোর্নিয়াও। এবার মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয় চত্বরে বন্দুকবাজের হামলায় মৃত্যু হল তিন জনের। গুরুতর জখম ৫ জন। সোমবার স্থানীয় রাত আটটা নাগাদ আচমকাই বিশ্ববিদ্যালয়ের একাধিক অংশে গুলি চালায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
মার্কিন পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার রাত আটটা নাগাদ বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যে দু’টি জায়গায় গুলি চলার আওয়াজ পাওয়া যায়। বার্কলে হল নামে একটি ক্লাসরুম ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমের সামনে গুলি চলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় আরও ৫ জনকে। সঙ্গে সঙ্গেই বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশ এলেও আততায়ীকে ধরা যায়নি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান ছিল, অভিযুক্ত এখনও পলাতক। তার ছবি-সহ বিবরণও প্রকাশ করেছে স্থানীয় পুলিশ। বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, হামলার পর পায়ে হেঁটেই পালিয়েছে বন্দুকবাজ। কিছুক্ষণ পরেই অবশ্য পুলিশের তরফে জানানো হয়, নিজেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে বন্দুকবাজ।