একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু হয়েছে অন্যান্য রাজ্যে সংগঠন বিস্তার করে দলকে সর্বভারতীয় স্তরে মেলে ধরার চেষ্টা। আর সেই লক্ষ্যেই এই মুহূর্তে তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা। সে রাজ্যের বিধানসভা ভোটে ২৮ আসনেই লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই মুহূর্তে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার, সভা। তেমনই একটি সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ত্রিপুরার সিপাহীজলা বিধানসভা কেন্দ্রের বক্সনগরে দেশের জনগণকে সাবধান করলেন।
তিনি বিজেপির বিরুদ্ধে সোজাসুজি অভিযোগ এনে বলেন, যে ভোট পর্ব শুরু হওয়ার কয়েকদিন আগে থেকেই হয়তো তাঁরা সাধারণ মানুষকে টাকা দিয়ে কিনতে আসবেন বা লোক দেখাতে পাশে দাঁড়াতে আসতে চেষ্টা করবেন। কিন্তু কেউ যেন তাঁদের সঙ্গ না দেন বা পাশে না দাঁড়ান। মানুষ যেন তাঁদের হাতে নিজেকে বিকিয়ে না দেন। মানুষ যেন তাঁদের দাম রাখতে পারেন। তিনি আরও বলেন, বিজেপি যদি তাঁদের ৫০০ টাকাও দিতে চায়, তারপরেও যেন ত্রিপুরার মানুষ তাঁদের কাছে না যান বা ভোট না দেন। অভিষেক ভোটারদের সতর্ক করে বলেন, কোনও মানুষ যেন বিজেপি বা বামেদের কথায় না ভোলেন। তাঁরা যেন নিজেরা ঠিক ভাবে নিজেদের ভোট দেন। অভিষেকের সাফ কথা, ‘কে প্রার্থী মনে রাখার দরকার নেই। সমস্ত আসনে মমতাই প্রার্থী। জোড়া ফুলের বোতাম টেপা মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া।’