এবারের রাজ্য বাজেটে বিপুল কেন্দ্রীয় বঞ্চনা রুখে বিকল্প আয়ের দিকনির্দেশ দিতে পারে সরকার। সম্ভাবনা এমনই। বুধবার চ্যালেঞ্জের বাজেট রাজ্যে। ওইদিন দুপুর ২টোয় বিধানসভায় বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ইতিমধ্যেই বাজেটের খুঁটিনাটিতে চোখ বুলিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র যতই আর্থিক বঞ্চনা করুক না কেন, রাজ্যে চলা কোনও সামাজিক প্রকল্পই বন্ধ হবে না। উলটে বিকল্প আয়ের দিশা দেখাতে পারে এবারের রাজ্য বাজেট।
বাজেট নিয়ে পরামর্শ দিয়েছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ও আর্থিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অমিত মিত্র। বাজেট পেশের পর তিনিও ভারচুয়ালি সাংবাদিকদের মুখোমুখি হবেন। সরাসরি প্রশ্নের উত্তর দেবেন অর্থমন্ত্রীও। বাজেট শেষে মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর সফরে যাবেন। নিয়ম মেনে ওইদিন দুপুর একটায় বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রীর ঘরেই ক্যাবিনেট বৈঠকে বাজেট পাশ হবে।
কেন্দ্রে যেমন মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করেছেন, এ রাজ্যেও তেমনই মহিলা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তা পেশ হবে। এই নিয়ে দ্বিতীয়বার বাজেট পেশ করছেন চন্দ্রিমা। কোন শাড়ি পরে তিনি বাজেট পেশ করবেন, তাও নির্দিষ্ট হয়ে গিয়েছে। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রীও। কেন্দ্র যেভাবে প্রতিটি ক্ষেত্রে বাংলাকে নানাভাবে বঞ্চিত করছে, তাতেও যে এ রাজ্যে উন্নয়ন যে কোনওভাবে থমকে থাকবে না, তা সোমবার বিধানসভায় জানিয়ে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কেন্দ্রের বঞ্চনা নিয়ে রাজ্যপালের ভাষণের বিতর্কে আলোচনায় অংশ নিয়ে বিধানসভায় সরব হয়েছেন তিনি।