এবার বিধানসভায় সিপিএমকে কড়া নিন্দায় বিঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের জবাবি ভাষণে সিপিএমকে কাঠগড়ায় তুলে রাজনীতি করার জন্য শিক্ষকদের চাকরি কেড়ে নেওয়ার অভিযোগ করলেন তৃণমূল নেত্রী। এদিন বিধানসভায় মমতা বলেন, “রাজনীতি করতে গিয়ে শিক্ষকদের চাকরি খেয়ে নিচ্ছে সিপিএম। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করছে। রাম-বাম-শ্যাম এক হয়ে গেছে।”
এখানেই থেমে থাকেননি মমতা। “ছেলেমেয়েদের চাকরি দিতে গেলেই কোর্টে চলে যাচ্ছে। কিন্তু আমরা চাকরি দিতে চাই। আইন মেনেই আমরা চকরি দেব। কেউ চাকরি দেওয়া থেকে আমাদের আটকাতে পারবে না”, চ্যালেঞ্জ তাঁর।