এবার মোদী সরকারের রোষের মুখে পড়লেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতিই আদানি ইস্যুতে সংসদে জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিলেন তিনি। গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠতা সরব হয়েছিলেন রাহুল। মোদীর অস্ট্রেলিয়া সফরের সময়ে এসবিআই থেকে লোন পাওয়া থেকে শুরু করে বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ চুক্তি, আট বছরে ধনীর তালিকার ৬০৯ থেকে দু’নম্বরে উঠে আসা, এসব প্রসঙ্গে তুলে ধরে রাহুল বলেছিলেন, আদানির এই উত্থানের পিছনে রয়েছে মোদীর জাদু কাঠির ছোঁয়া। এবার কংগ্রেস নেতাকে স্বাধিকারভঙ্গের নোটিশ পাঠাল লোকসভার সচিবালয়। রবিবার লোকসভার সচিবালয় ওয়ানাড়ের কংগ্রেস সাংসদকে এই চিঠি দিয়েছে। বলা হয়েছে, আগামী ১৫ই ফেব্রুয়ারির মধ্যে রাহুলকে জবাব দিতে হবে। সেদিন প্রধানমন্ত্রী আদানি নিয়ে রাহুলের নির্দিষ্ট প্রশ্নের সুনির্দিষ্ট জবাব দেননি।
প্রসঙ্গত, রাহুলের ওই বক্তৃতাকে মোটেই ভালভাবে নেয়নি বিজেপি। সমালোচনার পাশাপাশি অভিযোগও দায়ের হয় লোকসভায়। স্পিকার ওম বিড়লার কাছে রাহুলের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের অভিযোগ দায়ের করেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশীকান্ত দুবে। তারপরেই লোকসভার সচিবালয় রাহুলকে ওই নোটিশ পাঠিয়েছে। বিজেপির অভিযোগ, রাহুল মিথ্যে তথ্য এবং আজগুবি কথা বলে লোকসভায় বক্তব্য পেশ করেছেন। এতে যেমন সংসদের গরিমা নষ্ট হয়েছে, তেমনই প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। কংগ্রেস বলেছে, সংসদে রাহুল যা যা প্রশ্ন তুলেছিলেন, তার জবাব দিতে গিয়েই ৫৬ ইঞ্চি চুপসে গিয়েছে! তাই প্রসঙ্গের বাইরে ৭৫ মিনিট নিজের ঢ্যাঁড়া পিটিয়েছেন তিনি। এখন লোকসভার সচিবালয়ের এই নোটিশের জবাবে রাহুল কী লেখেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।