এবার বিধানসভার বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে উঠে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জের ব্যবসায়ী মনজিৎ সিংয়ের সঙ্গে বিরোধী দলনেতার ছবি দেখিয়ে তিনি বলেন, ‘এই লোককে দিয়েই আমার ভাই আর ভাইয়ের বউকে বিজেপিতে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু, ওঁরা যায়নি।’
এদিন বক্তব্যের প্রথম থেকেই রাজ্যের বিরোধী দলনেতাকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন মমতা। শুভেন্দুর সঙ্গে অভিযুক্ত মনজিৎ সিংয়ের ছবি দেখিয়ে তিনি বলেন, ‘আমার ভাই আর ভাইয়ের বউকে বিজেপিতে নিয়ে যেতে পারেনি বলে গায়ের ঝাল মেটাচ্ছে। তৃণমূলের সবাই চোর ডাকাত আর তোমরা সাধু পুরুষ?’ তিনি আরও বলেন, ‘বাবাকে মন্ত্রী করা হয়েছিল বলে সেবার শপথগ্রহণে যায়নি। ওরা জোতদার, জমিদারের মতো মানুষ হয়েছে।’