রবিবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপ্রতি আবদুল এস নজিরকে অন্ধপ্রদেশের রাজ্যপাল হিসেবে নিয়োগ করেছে মোদী সরকার। আর তারপর থেকেই তুমুল বিতর্ক শুরু হয়েছে। সরব হয়েছে বিরোধীরা। কংগ্রেসের বক্তব্য, ব্যক্তি বিচারপতি নজির সম্পর্কে তাদের কোন অভিযোগ নেই। কিন্তু বিচারপতি নজির মাত্র দেড় মাস আগে সুপ্রিম কোর্ট থেকে অবসর নিয়েছেন। এছাড়া তিনি দেশের তিনটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত মামলার রায়ের সঙ্গে যুক্ত। তার মধ্যে অন্যতম হল অযোধ্যা মামলা। যে পাঁচ বিচারপতির বেঞ্চ অযোধ্যার বিতর্কিত জমি রাম মন্দির নির্মাণের জন্য বরাদ্দ করেছেন, বিচারপতি নজির তার সদস্য ছিলেন। এছাড়া বিমূদ্রাকরণ এবং তিন তালাক নিষিদ্ধ করার রায় দিয়েছেন এই বিচারপতি।
কংগ্রেসের অভিষেক মনু সিংভির বক্তব্য, বিচারপতি নজিরকে নজিরবিহীনভাবে রাজ্যপালের পদে নিযুক্ত করা হয়েছে। এই প্রসঙ্গে প্রয়াত বিজেপি নেতা অরুণ জেটলির একটি টুইটকে হাতিয়ার করেছেন সিংভি। জেটলি কংগ্রেস জমানায় এই ধরনের নিয়োগ নিয়ে আপত্তি তুলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, এমন কাউকে রাজ্যপাল নিয়োগ করা উচিত নয় যাতে সেই ব্যক্তির অতীতের কাজকর্ম নিয়ে প্রশ্ন ওঠে। উল্লেখ্য, এর আগে অযোধ্যা মামলার আর এক বিচারপতিকে রাজ্যসভায় মনোনীত সদস্য করেছে বিজেপি সরকার হয়েছে। তিনি হলেন প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।