সামনেই বিধানসভা নির্বাচন ত্রিপুরায়। ইতিমধ্যেই সে রাজ্যে তুঙ্গে রাজনীতির পারদ। প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। শনিবারই ত্রিপুরায় জোড়া সভা সেরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। আজ রবিবাসরীয় প্রচারে ত্রিপুরায় রয়েছেন অমিত শাহ। আগামীকাল, অর্থাৎ সোমবার ফের আগরতলায় সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রসঙ্গত, ভোটমুখী ত্রিপুরায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এহেন সফরকে এবার তীব্র কটাক্ষে বিঁধলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন প্রধানমন্ত্রীর ত্রিপুরা সফরের খবর সামনে আসার পরেই কুণালের মন্তব্য, “ওঁদের এভাবে ত্রিপুরায় আসতে দেখে আমার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগের ডেলি প্যাসেঞ্জারির কথা মনে পড়ে যাচ্ছে। সেই সময়েও ওঁরা এরকমই যাতায়াত করেছিলেন এবং হেরেছিলেন।” উল্লেখ্য, সোমবার ত্রিপুরার বক্সনগরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জনসভা করতে পারেন।