বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে পত্রাঘাতের পরদিনই জেড প্লাস নিরাপত্তা নিয়ে দিল্লির পথে রওনা দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। রবিবার সকাল থেকে তাঁর বাসভবন ‘প্রতীচী’র নিরাপত্তাতেও বাড়তি নজরদারি দেওয়া হয়েছে। আরও চার-পাঁচজন অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি দিল্লি থেকে শান্তিনিকেতনে ফেরার কথা তাঁর।
শনিবারই অমর্ত্য বলেন, ‘দিল্লিতে যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক শাসন চলছে, সেটাকে কি আমি ভারতবর্ষের প্রতি মঙ্গলময় বলে মনে করি? আমি মনে করি না। সেই কারণেই আমাকে আক্রমণ করা হচ্ছে, সেটা বলার মতো বুকের পাটা আমার নেই।’
অমর্ত্যর এই বিস্ফোরক মন্তব্যে বিভিন্ন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নোবেলজয়ীর এই মন্তব্য যে কেন্দ্রীয় সরকারের পক্ষে ঘোর অস্বস্তিকর, তা বলাই বাহুল্য। আবার অমর্ত্যর এদিনের আইনি চিঠিতেও চাপে পড়েছে বিশ্বভারতী। শান্তিনিকেতনের প্রতীচী বাড়ির যৌথ সমীক্ষা এবং জমি জরিপের জন্য বিশ্বভারতীর তরফে দু’দিনের সময় চেয়ে চিঠির পরপরই পাল্টা শনিবার জয়েন্ট রেজিস্ট্রারকে চিঠি দিয়েছেন অমর্ত্যর আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী।