হিন্দুত্বের প্রসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদান সম্পর্কে বিচিত্র মন্তব্য করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। বিজেপি-সহ সঙ্ঘ পরিবার যখন নরেন্দ্র মোদীকে হিন্দুত্বের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছে তখন চেন্নাইয়ে এক অনুষ্ঠানে এই প্রবীণ বিজেপি নেতা এই ব্যাপারে প্রধানমন্ত্রীকে শূন্য দিয়েছেন।
বলেছেন, ‘হিন্দুত্বের প্রসারে নরেন্দ্র মোদীর অবদান শূন্য।’ সবাইকে অবাক করে দিলে স্বামী দাবি করেন, ‘অযোধ্যায় রাম মন্দির তৈরি হোক, এটাই তো চাননি প্রধানমন্ত্রী। তিনি বিতর্কিত জমি সরকারের হাতে রাখার পক্ষপাতী ছিলেন।’
তামিলনাড়ুর এই বিজেপি নেতা প্রথম থেকেই নরেন্দ্র মোদীর তীব্র সমালোচক। ২০১৩ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী মোদীকে বিজেপির সংসদীয় বোর্ড যখন পরের লোকসভা ভোটে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরার সিদ্ধান্ত নেয়। তখন দলের মধ্যে হাতে গোনা কয়েকজন আপত্তি তুলেছিলেন, যাঁদের অন্যতম হলেন স্বামী। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর সরকারের আর্থিক নীতি এবং চিন নীতি নিয়ে বারে বারে সরব হয়েছেন অর্থনীতির এই পণ্ডিত। প্রকাশ্যে দাবি করেছেন, তাঁকে অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হলে দেশের আর্থিক পরিস্থিতি আমূল বদলে দেবেন।
চেন্নাইয়ের অনুষ্ঠানে স্বামী নিজেই মোদীর সঙ্গে তাঁর বিরোধের প্রসঙ্গ তুলে বলেন, এটা ব্যক্তিগত সংঘাত নয়। আমি প্রধানমন্ত্রীর আর্থিক নীতি এবং চিন নীতির বিরোধী।