পুরস্কারকে কেন্দ্র করে সামাজিক বয়কটের মুখে পড়ল গৌতম আদানির সংস্থা। তামিলনাড়ুর একটি জনপ্রিয় সাহিত্য সম্মান বয়কট করেছেন দলিত সম্প্রদায়েক এক কবি, গল্পকার সুকিরথারানি। একটি সর্ব ভারতীয় ইংরিজি দৈনিক বহু বছর ধরে ওই সাহিত্য সম্মান দিয়ে আসছে। কবি সুকিরথারানি এবার সেরা সাহিত্য সম্মানের জন্য নির্বাচিত হন।
কিন্তু বৃহস্পতিবার সম্মান গ্রহণের মঞ্চে হাজির হননি তিনি। উদ্যোক্তাদের জানান, তিনি এই সম্মান নিতে অপারগ। তাঁর বক্তব্য, তিনি সম্মতি জানানোর সময় জানতেন না, এ বছর পুরস্কারের প্রধান স্পনসর আদানি গোষ্ঠী।
সুকিরথারানি বলেন, ওই সংস্থার বিরুদ্ধে যে ধরনের গুরুতর জালিয়াতির অভিযোগ উঠেছে এবং সাধারণ নাগরিকের আমানত ঝুঁকির মুখে পড়েছে সেটা জানার পর তাদের টাকায় পুরস্কার আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়।
কবি বলেছেন, ‘আমার বিবেক আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।’ তাঁর কথায়, ‘আমার নীতি, লেখালেখির বিষয়ের সম্পূর্ণ বিপরীত ঘটনা হবে যদি আমি পুরস্কারটি গ্রহণ করতাম। এই লেখালেখির সুবাদেই আমি এতদূর এসেছি।’
সুকিরথারানি একজন প্রথমসারির কবি ও গল্পকার। তিনি একজন দলিত এবং তাঁর সাহিত্যের মূল বিষয় জাতপাতের সংঘাত। তিন বছর আগে গোটা দেশে মিডিয়ায় তাঁকে নিয়ে আলোচনা হয়েছিল দিল্লি বিশ্ববিদ্যালয় তাঁর একটি গল্প ইংরিজি সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়ায়।