বিধানসভায় বাজেট পড়তে গিয়ে মুখ পুড়ল মুখ্য়মন্ত্রীর। আসন্ন অর্থবর্ষের জন্য় নতুন বাজেট পড়ার বদলে পুরনো বাজেট পড়লেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এরপরই বিধানসভা তোলপাড় হয়। বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির বিধায়করা। তাদের অভিযোগ, মুখ্য়মন্ত্রী ছাড়া অন্য কারোর বাজেট পত্র আনার অধিকার নেই। সেখানেই মুখ্যমন্ত্রী ভুল বাজেট পড়তেই সরকারি আধিকারিকরা ছোটেন নতুন বাজেটপত্র আনতে। এতে হিসাবমতো বাজেট লিক হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর এই কাণ্ডে মুখ পুড়েছে কংগ্রেসের।
শুক্রবারই রাজস্থানে দীর্ঘ প্রতীক্ষিত রাজ্য বাজেট পেশ করা হচ্ছিল। মুখ্যমন্ত্রী অশোক গেহলট বাজেট পাঠ করতে ওঠেন। কিন্তু ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটের বদলে তিনি ভুল করে গত বছরের বাজেট পড়তে শুরু করেন। শহরতলির কর্মসংস্থান ও কৃষিবাজেট পাঠও করেন তিনি। বাজেটে দুটি ঘোষণা করার পরই বিরোধী দল বিজেপির বিধায়করা বুঝতে পারেন যে গতবছরের বাজেটপত্রই পড়ছেন মুখ্য়মন্ত্রী গেহলট। এরপরই তারা হইচই শুরু করেন। বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তারা।
বিধানসভার স্পিকার সিপি জোশী বিধানসভায় শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানালেও বিরোধীরা ক্রমাগত বিক্ষোভ দেখাতে থাকেন। আধ ঘণ্টার জন্য় মুলতুবি করে দেওয়া হয় বিধানসভা। পরে ফের বাজেট অধিবেশন শুরু হলেও বিজেপি বিধায়করা ওয়েলে বসে বিক্ষোভ দেখান। শেষে অধিবেশন বাতিল করে দিতে হয়।
তবে কেন ভুল বাজেট পড়েন অশোক গেহলট, কীভাবেই বা তিনি গত বছরের বাজেট পত্র নিয়ে বিধানসভায় চলে এলেন, সে সম্পর্কে এখনও অবধি কিছু জানা যায়নি। কংগ্রেসের তরফেও এই বিষয়ে কোনও সাফাই দেওয়া হয়নি। তবে মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, ‘আপনারা (বিরোধী দল) আমার হাতে থাকা বাজেটের লেখা ও বিধানসভায় দেওয়া বাজেটপত্রের কপির মধ্যে পার্থক্য তুলে ধরতে পারেন। কিন্তু আমার বাজেট কপিতে যদি অতিরিক্ত কয়েকটি পেজ যোগ করে দেওয়া হয়, তবে তা কী করে বাজেট লিক হতে পারে’?