ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক। এই বিপর্যয়ের জেরে প্রাণ হারিয়েছেন সে দেশের বহু মানুষ। মৃত্যু হয়েছে মিশরীয় গোলরক্ষক আহমেত ইয়াপ তুর্কসলানের। তিনি খেলতেন তুরস্কের ক্লাব ইয়েনি মালাতিয়াস্পোরে। বুধবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁর মৃত্যুসংবাদ। গতকালই ধংস্বস্তূপে চাপা পড়া ইপিএলে খেলা ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর খোঁজ পাওয়া যায়। ভূমিকম্পের পরে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। ৩১ বছরের আতসুর ডান পা জখম হয়েছে। রয়েছে শ্বাসকষ্টও। এ হেন আতঙ্কের আবহেই এসেছে তুর্কসলানের মৃত্যুর মর্মান্তিক খবর। তাঁর ক্লাবই টুইটারে লিখেছে, ‘‘আমাদের গোলরক্ষক আহমেত ভূকম্প-জনিত ধ্বংস্তূপে পড়ে প্রাণ হারিয়েছেন। সুন্দর এক মানুষকে আমরা হারালাম।’’
এমতাবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নিজের সই সংবলিত একটি জার্সি নিলামের জন্য তুলে দেবেন তিনি। তা থেকে সংগৃহীত অর্থ ব্যয় করা হবে বিপন্ন মানুষদের জন্য। “এই মুহূর্তে কথা হল ক্রিশ্চিয়ানোর সঙ্গে। ও জানাল, যা হয়েছে তার জন্য গভীর ভাবে মর্মাহত। রোনাল্ডো নিজের সই করা একটি জার্সি দেবে নিলামের জন্য”, বুধবার গণমাধ্যমে লিখেছেন তুরস্কের ফুটবলার মেরি দেমিরাল।