অব্যাহত টানাপোড়েন। চলছে শাসক-বিরোধী তরজা। বুধবারও আদানি-কাণ্ড নিয়ে উত্তাপ ছড়াল সংসদের দুই কক্ষে। রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘মৌনী বাবা’ বলে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে।
উল্লেখ্য, মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালে তাঁকে কথায় কথায় ‘মৌনী বাবা’ বলে বিদ্রূপ করতেন মোদী। আদানি কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী এখনও সংসদের ভিতরে বা বাইরে মুখ খোলেননি। সেজন্যই মোদীকে ‘মৌনী বাবা’ বলে একহাত নিয়েছেন খাড়গে।