বাংলা থেকে কার্যত বিদায় নিয়েছে শীতের মরশুম। তবে তাপমাত্রার ওঠাপড়া লেগেই রয়েছে। এবার ফের চড়তে শুরু করেছে পারদ। বুধবার বিকেল পর্যন্ত তাপমাত্রা টানা বাড়বে বলে জানানো হয়েছে। এরপরে ফের তা ওঠানামা করতে পারে। এমন আবহাওয়ায় শিশু ও বয়স্কদের শরীর খারাপ হতে পারে বলে অনুমান করছেন চিকিৎসকরা। দিচ্ছেন সাবধানে থাকার পরামর্শ। আগামী ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত পারদ অবিন্যস্ত ভাবে ওঠানামা করবে বাংলায়। বুধবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। বৃহস্পতি ও শুক্রবার তাপমাত্রা কিছুটা নামবে। শনিবার থেকে আবারও বাড়বে তাপমাত্রা। সোম এবং মঙ্গলবার তাপমাত্রা ফের নিম্নমুখী হবে। মঙ্গলবারর ১৪ই ফেব্রুয়ারি বেশ কিছুটা নিচে নামতে পারে পারদ, এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
পাশাপাশি, কলকাতায় সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ আগামী সোমবার পর্যন্ত থাকবে না। মঙ্গলবার হঠাৎ অনেকটা কমবে তাপমাত্রা। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি থেকে প্রায় এক ডিগ্রি বেড়ে ২০.৭ ডিগ্রি হয়েছে। স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি থেকে সামান্য কমে ২৯.৯ ডিগ্রি হয়। স্বাভাবিকের থেকে যা দুই ডিগ্রি বেশি ।বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ থেকে কমে ৯৬ শতাংশ। তাই মঙ্গলবারের তুলনায় বুধবার কুয়াশার ঘনত্ব কম। রাজস্থান ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসতে পারে বুধবার রাতে। যার মূল প্রভাব উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় থাকবে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে রয়েছে উচ্চচাপ বলয়।হবুধবার থেকে শুক্রবারের মধ্যে আরও এক দফায় বৃষ্টি ও তুষারপাত হবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলগুলিতে। ঘন কুয়াশার দাপট দেখা যাবে আগামী দুদিন পঞ্জাব এবং উত্তরাখণ্ডে। আগামী ২৪ ঘন্টায় উত্তরপ্রদেশ, বিহার, অসম এবং মেঘালয়ে কুয়াশার আবরণ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।