দেশের সংস্কৃতিমহলে নেমে এল শোকের ছায়া।
প্রয়াত হলেন প্রবীণ সঙ্গীতশিল্পী বাণী জয়রাম। রবিবার চেন্নাইতে নিজের ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তাঁর আকস্মিক প্রয়াণের খবরে শোকস্তব্ধ শিল্পীজগৎ।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৪৫ সালের ৩০শে নভেম্বর চেন্নাইয়ে শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ কলিবাণী পরিবারে জন্ম বাণী জয়রামের। ১৯৭১ সালে প্রথম প্লেব্যাক করেছিলেন বাণী জয়রাম। জয়া বচ্চন অভিনীত ‘গুড্ডি’ সিনেমাতে তিনি প্রথম গান গেয়েছিলেন। সঙ্গীত জীবনে ১৯টি ভাষায় প্রায় ১০ হাজারের কাছাকাছি গান গেয়েছিলেন তিনি। তাঁর কণ্ঠে বিখ্যাত গান ‘হম কো মন কি শক্তি দেনা দাতা’, ‘বোল রে পাপিহারা’। চলতি বছরের ২৬শে জানুয়ারি পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় তাঁকে।