ইসলাম নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন যোগগুরু বাবা রামদেব। বৃহস্পতিবার রাজস্থানের বাড়মেরে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই রামদেব বলেন, ‘৫ বার নমাজ পড়ে হিন্দু মেয়ে ফাঁসানো এবং জঙ্গি তৈরি করাই ওদের কাজ’। নাম না করে খ্রিস্টান ধর্মকেও একহাত নিয়েছেন তিনি।
রাজস্থানের অনুষ্ঠানে রামদেবের সঙ্গে উপস্থিত ছিলেন আচার্য স্বামী অবধেশানন্দ গিরি। সেই মঞ্চ থেকেই ইসলাম ও খ্রিস্টানদের থেকে হিন্দুদের সতর্ক থাকতে বলেন রামদেব। তাঁর কথায়, ‘ইসলাম ধর্মে মূল বিষয়ই হল নমাজ পড়া, নমাজ পড়ার পর যে কেউ যা খুশি করতে পারে। জিহাদের নামে সন্ত্রাসবাদী তৈরি করে। হিন্দু মেয়েদের ফাঁসায়’।
খ্রিস্টান ধর্মের নাম না করেই বাবা রামদেব এদিনের সভায় বলেন, ‘এমন একটা ধর্ম আছে যেখানে মনে করা হয় চার্চে প্রদীপ জ্বালালেই সমস্ত পাপ ধুয়ে যায়। তাই চার্চে প্রদীপ জ্বালিয়ে অনৈতিক কাজ করতেও তারা পিছপা হয় না’। রামদেব এদিন দাবি করেন, ‘বাইবেল বা কোরানে এমন কিছুই লেখা নেই। তারপরও খ্রিস্টান বা মুসলিমরা এমন অন্যায় দাবি করে। শুধু বাইবেল বা কোরানেই নয়, হিন্দু ধর্মীয় গ্রন্থগুলিতেও এমন কিছু লেখা নেই। ইসলামরা স্বপ্ন দেখে পুরো বিশ্বকে ইসলাম ধর্মে রূপান্তরিত করবে। অপরদিকে খ্রিস্টানরাও একই রকম ভাবনা পোষণ করে।’