আজ বুধবার সংসদে ২০২৩ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই বাজেটে বিভিন্ন বিষয়ে একাধিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তবে তাতে কিছু ভাল দিক থাকলেও গরির এবং গ্রামীণ খেটে খাওয়া মানুষদের জন্য এই বাজেটে কোনও দিশা নেই বলে মনে করেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বলেছেন, ‘২০২৩ সালের কেন্দ্রীয় বাজেটের কিছু ভাল দিক আছে। কিন্তু মনরেগার কোনও উল্লেখ নেই এই বাজেটে। মৃল্যবৃদ্ধি, কর্মসংস্থান, গ্রামের গরিব শ্রমিকদের নিয়েও কোনও ঘোষণা নেই। কিছু মূলগত প্রশ্নের উত্তর মেলেনি এই বাজেটে।’
বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, ‘এই বাজেটে আশার আলো নেই, অমাবস্যার অন্ধকার।’ এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় বাজেট গরিব-বিরোধী।’ ২০২৩-২৪ অর্ষবর্ষের বাজেট মানুষকে ‘আশা’র বদলে ‘নিরাশা’ দিয়েছে বলে মনে করেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। এই বাজেটের জেরে দেশে মূল্যবৃদ্ধি আরও বাড়বে বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘দেশের কয়েক জন ধনী মানুষকে সুবিধা দেবে এই বাজেট। কৃষক, শ্রমিক, ছোট ব্যবসায়ীদের নিরাশা দেবে।’
