ক্লাস চলাকালীন ছাত্রীদের নিয়মিত নীল ছবি দেখাতেন শিক্ষক! একদিন দুদিন নয়, গত দু’বছর ধরেই নাকি চলছিল এই ঘটনা। সে কথা জানাজানি হতেই অভিযুক্ত শিক্ষককে বদলি করে দেওয়া হলে অন্য স্কুলে।
হতবাক করা ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কোলাপুরে। অভিযুক্ত শিক্ষকের নাম ভিপি বাংরি। তিনি শেলেওয়াড়ি এলাকার বিদ্যালঙ্কার স্কুলে ইংরেজি ভাষার শিক্ষক ছিলেন। সম্প্রতি জানা যায়, স্কুলের নবম ও দশম শ্রেণির ছাত্রীদের ক্লাস চলাকালীন পর্নোগ্রাফি দেখাচ্ছেন তিনি। ঘটনার কথা সামনে আসতেই বিষয়টি খতিয়ে দেখে স্কুল কর্তৃপক্ষ। তাতেই আরও চঞ্চল্যকর তথ্য সামনে আসে।
জানা যায়, একদিন দুদিন নয়, দীর্ঘদিন ধরে একই কাজ করে আসছেন তিনি। পড়ুয়ারা জানায়, গত দু’বছর ধরেই নবম ও দশম শ্রেণির ছাত্রীদের ক্লাস চলাকালীন নীল ছবি দেখিয়ে আসছিলেন অভিযুক্ত শিক্ষক।
ঘটনা জানাজানি হতেই সঙ্গে সঙ্গে অন্য একটি স্কুলে বদলি করে দেওয়া হয় বাংরিকে। যদিও তাতে বিতর্ক থামেনি। স্কুলটির ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। ছাত্রীরাও স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে, যাতে ওই শিক্ষককে কোনওভাবেই রেয়াত না করা হয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মামলা রুজু করা হয়নি বলেই জানা গেছে।
