এবার বাজেট ঘোষণার দিন ফের কেন্দ্রের মোদী সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘আমি শুনেছি কাল সারা দেশে রেইড হয়েছে। কেন টাকা নেই? জিডিপি নিয়ে বড় বড় কথা বলেছিল। শুধু বড় বড় বক্তব্য। সবই নাকি ওঁরা করেছেন? তাহলে আমরা কি বানের জলে ভেসে এসেছি? কেন ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে? অথচ আমাদের টাকা আমাদের দেওয়া হচ্ছে না?’
মোদী সরকারের উদ্দেশে মমতার কটাক্ষ, ‘আমি আগে এইরকম সরকার দেখিনি। কথায় কথায় ডিএম-দের সঙ্গে বৈঠক করছে,পুলিশদের সঙ্গে বৈঠক করছে। সবাইকে আয়কর ধরছে, যাকে পারছে সিবিআই ধরাচ্ছে, ইডি ধরছে। দেশের নিরাপত্তা রক্ষা করা উচিত। সত্যিকারের যারা চোর ডাকাত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমার কোনও আপত্তি নেই।’
গেরুয়া শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখানে তো একটা উইপোকা কামড়ালে বিজেপি সেন্ট্রাল টিম পাঠিয়ে দেয়। তৃণমূল কংগ্রেস করলে সবাইকে জেলে ভরিয়ে দাও। উত্তরপ্রদেশে কী হয়েছে। উন্নাওতে যারা ধর্ষণ করেছেন তাদের প্যারোলে ছেড়ে দাও। কুৎসকারী দল, হঠকারী দল, যারা জীবনে লাটসাহেবের মতো মানুষ হয়েছেন, তারা যারা কাজ করেছেন, তাদের সমালোচনা করে। জবাব চাই, আমাদের ১০০ দিনের কাজের টাকা দিতে হবে। এনআরসি আমরা করতে দেব না। মনে রাখবেন এখানে সবাই আমরা নাগরিক।’