ফের অগ্নিকাণ্ডের সাক্ষী রইল কলকাতা। এবার আগুন লাগল শিয়ালদহ আদালতের দোতলায়। শিয়ালদহ আদালতের দোতলার ব্যালকনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতিমধ্যেই দমকলের দু’টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। বেলা ১২টা নাগাদ আগুন লাগার খবর পায় দমকল।
তড়িঘড়ি দমকলের তরফে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লেগে বড় কোনও বিপত্তি ঘটেনি। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলেও শিয়ালদহ আদালত সূত্রে খবর। কী করে এই আগুন লাগল, খতিয়ে দেখা হচ্ছে সেটিও।
