হাতিয়ার বেশিদিন নেই। সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর তাই আজ, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর তিন জেলা সফরে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগে তিনি আজ কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
প্রসঙ্গত, আজ মন্ত্রিসভার বৈঠক নবান্নে হবে না। হবে বিধাননগরের উন্নয়ন ভবনে। বিধাননগরে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সল্টলেকের সেন্ট্রাল পার্কে কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তার পর যে তিনটি জেলা সফরে তিনি রওনা হবেন, সেগুলি হলো: পূর্ব বর্ধমান, বীরভূম ও মালদা। বইমেলা প্রাঙ্গণের পাশে হেলিপ্যাড থেকে আজ বিকেলে হেলিকপ্টারে মমতা রওনা হয়ে বোলপুর পৌঁছবেন।
কাল, মঙ্গলবার সকালে হেলিকপ্টারে মালদার গাজলে যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তাঁর সভা। সেখান থেকে তাঁর বোলপুর ফিরে আসার কথা। বুধবার বোলপুরের ডাকবাংলো মাঠে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে। বৃহস্পতিবার তিনি বোলপুর থেকে পূর্ব বর্ধমানের নাদনঘাটে কর্মসূচি সেরে কলকাতার উদ্দেশে রওনা হবেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর চার দিনের এই কর্মসূচিতে প্রশাসনিক বৈঠক না-থাকলেও সরকারি পরিষেবা বিলির কর্মসূচি রয়েছে।