এর আগে বারবার বেলাগাম মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার ফের তেমনই ঘটালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। রুচিহীন আক্রমণ করে বসলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে। বিশ্বভারতীর জমি-বিতর্কে অর্মত্য সেনের পাশে দাঁড়িয়ে উপাচার্যের বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল। যা দেখে দিলীপ ঘোষ বলেছেন, “চোরে চোরে মাসতুতো ভাই।” পাল্টা তৃণমূলের জবাব, বিতর্কিত মন্তব্য করে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছেন দিলীপ ঘোষ। সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি দখল নিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নিশানায় অর্মত্য সেন। আর এই ইস্যুতে বিভক্ত বাংলার রাজনৈতিক মহল। নোবেলজয়ীর অর্থনীতিবিদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। তাদের দাবি, পাগলের প্রলাপ বকছেন বিশ্বভারতীর উপাচার্য।
প্রসঙ্গত উল্লেখ্য, বীরভূম সফরে অর্মত্য সেনের বাড়ি প্রতীচীতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতীয় উপাচার্যকে সমর্থন করেছে বিজেপি। এদিন এই ইস্যুতে বর্ষীয়ান অর্থনীতিবিদকে নিশানা করলেন দিলীপ ঘোষ। বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতির কটাক্ষ, “দিদিকে প্রধানমন্ত্রী করতে হবে, মোদী হটাও দেশ বাঁচাও যাঁরা বলেছিলেন, তাঁরাই এখন সরে গিয়েছেন। এখন অমর্ত্য সেনের সার্টিফিকেট নিতে হচ্ছে। যে লোকটাকে কেউ মানেই না। কেউ পোঁচেও না।” এখানেই থামেননি তিনি। দিলীপ ঘোষের দাবি, অর্মত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে রয়েছেন। এরপরই নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে তৃণমূলের দাঁড়ানো নিয়ে তাঁর কটাক্ষ, “চোরে চোরে মাসতুতো ভাই। সব জমি চোররা এক হয়ে গিয়েছে। নিজে জমি দখল করে রয়েছেন, আর চোখ রাঙাচ্ছেন বিশ্বভারতীর উপাচার্যকে?” দিলীপকে সপাট জবাব দিয়েছেন শান্তনু ঘোষ। “রাজনীতিতে ভেসে থাকার চেষ্টা করেন দিলীপ ঘোষ। এদিনও তাই করেছেন তিনি। অর্মত্য় সেনকে যারা মুছে ফেলার চেষ্টা করবেন তারা নিজেরাই ইতিহাস থেকে মুছে যাবে”, কটাক্ষ তৃণমূল সাংসদের।