সগৌরবে বড় পর্দায় ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। বক্স অফিসে রমরমিয়ে চলছে তাঁর অভিনীত ছবি ‘পাঠান’। একের পর এক রেকর্ড তৈরি হচ্ছে। তিনদিনেই পেরিয়েছে তিনশো কোটির গণ্ডি। উল্লাসে ফেটে পড়ছে সিনেমা হলগুলি। পাশাপাশি সলমনের ক্যামিও দেখেও উত্তেজিত অনেকে। সম্প্রতিই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, এক তরুণ কাঁধে করে নিয়ে যাচ্ছেন তাঁর বন্ধুকে। কেননা বন্ধুটি বিশেষভাবে সক্ষম। তিনি নিজে হাঁটতে পারেন না। কিন্তু পর্দায় শাহরুখকে দেখতে প্রবল ইচ্ছুক। তাই তাঁকে কাঁধে করেই হলে হাজির ওই তরুণ। বন্ধুত্বের এমন অসামান্য দৃষ্টান্তই ধরা পড়েছে সমাজমাধ্যমে। ভিডিওটি প্রথমে পোস্ট করা হয়েছিল এক শাহরুখ-ভক্তের অ্যাকাউন্ট থেকে। পরে তা শেয়ার হতে হতে ছড়িয়ে পড়ে দ্রুত। জানা যাচ্ছে, বিহারের ভাগলপুর থেকে বাংলার মালদায় এভাবেই এসেছেন তাঁরা। সেখানকার সামসি পবন টকিতে চলছে ‘পাঠান’। প্রিয় নায়ককে দেখতে সকলেই যাচ্ছেন।
উল্লেখ্য, বিগত ২০১৮ সালে শেষবার ‘জিরো’ ছবিতে দেখা গিয়েছিল শাহরুখকে। তার পর থেকে দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে অনুরাগীদের অপেক্ষা। অবশেষে ২৫শে জানুয়ারি সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজার মতোই ফিরেছেন তিনি। হিসেব বলছে, ছবি মুক্তির প্রথম তিনদিনের মধ্যেই গোটা বিশ্বে ৩১৩ কোটি টাকা নিজের ঘরে তুলেছে ‘পাঠান’। যা চলতে থাকা ‘বয়কট’ ট্রেন্ডের মুখে ঝামা ঘষে দিয়েছে। এপ্রসঙ্গে চমৎকার একটি টুইট করেছেন রামগোপাল ভার্মা। “১. ওটিটির যুগে থিয়েটারের কালেকশন বিরাট কিছু হওয়া সম্ভব নয়। ২. শাহরুখ এখন নিভন্ত তারা। ৩. দক্ষিণী মশলা ছবির মতো ব্লকবাস্টার বলিউড কোনওদিনই বানাতে পারবে না। ৪. কেজিএফ ২-এর রেকর্ড ভাঙতে কয়েক বছর লেগে যাবে। উপরের সব ক’টা মিথ ‘পাঠান’ ভেঙে দিয়েছে”, লিখেছেন বিশিষ্ট চলচ্চিত্রনির্মাতা।